বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ার চামড়া ব্যবসায়ীরা এখন মোকাম বাজারের ব্যবসায়ীদের অপেক্ষায়

উল্লাপাড়ার চামড়া ব্যবসায়ীরা এখন মোকাম বাজারের ব্যবসায়ীদের অপেক্ষায়

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোরবানি পশু চামড়া বেচতে আড়ত মালিকেরা এখন মোকাম বাজারের ব্যবসায়ীদের আসার অপেক্ষায় দিন পার করছেন ৷ এরা তাদের কাছে ঈদে কেনা পশু চামড়া বেচবেন বলে আশা নিয়ে আছেন ৷

উল্লাপাড়া উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় তিনটি আড়তে গত ক’দিন আগে বিপুল সংখ্যক কোরবানি পশু চামড়া কেনা হয়েছে ৷ খোজ নিয়ে জানা গেছে এর প্রায় নিরানব্বই ভাগই গরু চামড়া ৷ আড়ত মালিকেরা ফরিয়া ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন দামে কোরবানি পশু চামড়া কিনেছেন ৷ এরা চামড়া কেনার পর পরই লবণ মেখে তা সংরক্ষণ করে গুদামে রেখেছেন ৷

শ্যামলীপাড়ার পুরাতন চামড়া আড়ত মালিক ও ব্যবসায়ী মোঃ মহাব্বত আলী প্রতিবেদককে বলেন এবার বড় ছোটো মিলে তিনি প্রায় এক হাজার পিচ গরু চামড়া কিনেছেন ৷ কেনার পর পরই লবণ মেখে চামড়া সংরক্ষণ করে রেখেছেন ৷ তিনি ঢাকা , নাটোর এলাকার চামড়া ব্যবসায়ীদের কাছে এ চামড়া বেচবেন ৷ তারা আসবেন এর অপেক্ষায় দিন পার করছেন ৷ মোকাম বাজারের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ হচ্ছে বলে জানান ৷ পাশেই আরেক আড়ত মালিক ও ব্যবসায়ী ইব্রাহিম মিয়া প্রায় এক হাজার পিচ গরু চামড়া কিনে লবণ মেখে সংরক্ষণ করে রেখেছেন ৷ তিনিও মোকাম বাজারের ব্যবসায়ীদের কাছে এ চামড়া বেচবেন ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments