বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাপদ্মা নদীর মোহনায় এক জালে দুই পাঙাশ মাছ, বিক্রি ৬১ হাজারে

পদ্মা নদীর মোহনায় এক জালে দুই পাঙাশ মাছ, বিক্রি ৬১ হাজারে

বাংলাদেশ প্রতিবেদক: রাজবাড়ী জেলার গোয়ালন্দে এক জালে প্রায় ৪৭ কেজি ওজনের দুটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে।

বুধবার ভোরে উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় জেলে বুদ্ধ হালদার মাছ দুটি ধরেন। পরে দৌলতদিয়া ঘাট থেকে মাছ দুটি স্থানীয় ব্যবসায়ী ৬১ হাজার ৮ শত টাকায় কিনে নেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে জেলে বুদ্ধ হালদার তার সহযোগীদের নিয়ে পদ্মা নদীর জাফরগঞ্জ এলাকায় জাল ফেলেন। ভোরে জাল তুলতেই দেখেন বড় দুটি পাঙাশ জালে ধরা পড়েছে। পরে তারা সকালে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কেসমত মোল্লার আড়তে নিয়ে আসেন। এরপর স্থানীয় মাছ ব্যবসায়ী চাঁদনি-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা ৬১ হাজার ৮ শত টাকায় মাছ দুটি কিনে নেন।

চান্দু মোল্লা বলেন, ১৯ কেজি ওজনের পাঙাশটি এক হাজার ২০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৮০০ টাকায় ও ২৮ কেজি ওজনের পাঙাশটি প্রতি কেজি এক হাজার ৩৫০ টাকা দরে মোট ৩৭ হাজার ৮০০ টাকায় কিনেছি। মাছ দুটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments