বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরে প্রধানমন্ত্রী'র উপহারের ঘর পেল ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

তাহিরপুরে প্রধানমন্ত্রী’র উপহারের ঘর পেল ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

আহম্মদ কবির: আরও ২৬হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে, দ্বিতীয় ধাপে এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়,দুই শতক জমির দলিলসহ আধাপাকা নতুন ঘরের চাবি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

আজ (২১জুলাই)সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বঙ্গবন্ধু কনফারেন্স হল রুমে এর সাথে সংগতি রেখে আনুষ্ঠানিক ভাবে ৪০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে দুই শতক জমির দলিল সহ ঘরের চাবি তুলে দেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির।

এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার,বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন,বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া,উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম,সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক আমিনুল ইসলাম,উপজেলা যুব মহিলালীগের সভাপতি আইরিন আক্তার,প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক,সুশীল সমাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments