শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ১২ বছরে মাছের উৎপাদন বেড়েছে ৪৪ হাজার ৩শ৮৪ মেট্রিক টন

রংপুরে ১২ বছরে মাছের উৎপাদন বেড়েছে ৪৪ হাজার ৩শ৮৪ মেট্রিক টন

জয়নাল আবেদীন: রংপুরে ১২ বছরে মাছের উৎপাদন বেড়েছে ৪৪ হাজার ৩শ৮৪ মেট্রিক টন। বর্তমানে উত্তরের বিভাগীয় এ জেলায় মাছের উৎপাদন ৬২ হাজার ৬৯ মেট্রিক টন। বারো বছর আগে ২০১০ সালে উৎপাদন ছিল ১৭ হাজার ৬শ৮৫ মেট্রিক টন।

উৎপাদন বাড়লেও জেলায় বর্তমানে চাহিদা অনুযায়ী মাছের ঘাটতি ১ হাজার ২৭ মেট্রিন টন। গতকাল রোববার সকালে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন জেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মানিক। এর আগে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার সেবক জেলা প্রশাসক আসিব আহসান।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্রিকেট গার্ডেনের পুকুরপাড়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে সবাই মিলিত হন।

সেখানে প্রধান অতিথির বক্তব্যে জেলার সেবক ডিসি আসিব আহসান বলেন, রংপুর জেলায় মাছের উৎপাদন ৬২ হাজার ৬৯ মেট্রিক টন হলেও আমাদের চাহিদা ৬৩ হাজার ৯৬ মেট্রিক টন। বর্তমানে সৃষ্ট ঘাটতি মেটাতে পোনা মজুদ, বিল-নার্সারি স্থাপন, প্রর্দশনী মৎস খামার, মৎসচাষী প্রশিক্ষণ, জলাশয় সংস্কার, সরকারি- বেসরকারি হ্যাচারী পরিচালনা, মাছ চাষে আধুনিক পিলেট খাদ্য ব্যবহার, ধানক্ষেতে মাছ চাষসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার জনগণের আমিষের চাহিদা পূরণে জনপ্রতি বাৎসরিক ২১ দশমিক ৯ কেজি মাছের চাহিদা নির্ধারণ করেছে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী গড়-পড়তা এ জেলায় মাছের চাহিদা দাঁড়িয়েছে মোটে ৬৩ হাজার ৯৬ মেট্রিক টন। ডিসি বলেন, মাছের উৎপাদনে ঘাটতি সৃষ্টির পেছনে নদ-নদীর নাব্যতার সঙ্গে খাল-বিল, দিঘী-পুকুরসহ অন্যান্য জলাশয়ের পানি ধারণ ক্ষমতা ওতোপ্রতভাবে জড়িত। এসব কারণে এ অঞ্চলে মাছ চাষে প্রতিকূল অবস্থা বিরাজ করছে। পাশপাশি এ এলাকা কিছুটা পশ্চাৎপদ হওয়াতে মৎসচাষি, মৎসজীবী ও মৎস্য উদ্যোক্তারা প্রয়োজনীয় বিনিয়োগেও দেশের অনেক এলাকার তুলনায় পিছিয়ে আছেন। তারপরও আমরা দিন দিন ঘাটতি পূরণ করে মাছের উৎপাদন বাড়াতে চেষ্টা করছি।

জেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মানিক বলেন, বর্তমানে রংপুর জেলায় ৮ হাজার ৪শ৫০ হেক্টর জলায়তনে ৪২ হাজার ৩শ৩৯টি সরকারি-বেসরকারি দিঘী, ২০১৩ হেক্টরের ২শ৫৯টি সরকারি-বেসরকারি বিল, ৫৩ হেক্টরের ৯৭টি বরোপিট, ৬টি ছোট-বড় নদী ও ২২ হাজার ২৫ হেক্টর প্লাবন ভূমি আছে। মাছের উৎপাদন বৃদ্ধিতে বর্তমানে জেলায় ২১টি হ্যাচারি ও ৮শ১২টি মৎস নার্সারি পরিচালিত হচ্ছে। নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর জাতীয় মৎস সপ্তাহ পালন করা হচ্ছে। রংপুর জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী,ও এম রায়হান শাহ , জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক সানী খান মজলিস, মৎস জরীপ কর্মকর্তা রেজাউল কবির ।

এদিকে সোমবার তৃতীয় দিনে প্রান্তিক পর্যায়ে মৎস চাষি ও মৎসজীবীদের সাথে মতবিনিময় চতুর্থ দিনে অবৈধ জালের বিরিুদ্ধে ভ্রম্যমান আদালত পরিচালনা পঞ্চমদিনে মৎস চাষিদের মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ সেবা ও পুকুরের মাটি এবং পানি পরীক্ষা করা হবে ৬ষ্ঠদিনে মাছ চাষের উপকরণ বিতরণ এবং সমাপনি দিনে জেলা মৎস দপ্তরে জাতীয় মৎস সপ্তাহ ২২ এর মুল্যায়ন অনুষ্ঠান

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments