শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

চান্দিনায় শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

ওসমান গনি: কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদের ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে বিভিন্ন ইউনিয়নের ৬২ জন হতদরিদ্র ও মেধাবী ছাত্রীর মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগষ্ট) উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে চান্দিনা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এসব সাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.জিয়াউল হক মীর এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলেজ সাবেক উপাচার্য সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা কৃষকলীগের সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ্ সেলিম প্রধান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস, চান্দিনা থানার এসআই মো. রাকিব হাসান, জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল আউয়াল খাঁন, মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু মুছা মজুমদার, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া,কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া, বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আহসান হাবীব ভূঁইয়া, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, পৌরসভার কাউন্সিল মো. আবু কাউছার, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন ফিল্ড সুপার ভাইজার মো. মাহবুব রহমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল সহ চান্দিনা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চান্দিনা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৬২ জন ছাএীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments