মাসুদ রানা রাব্বানী: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ, বুধবার সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগরের উদ্যোগে আজ আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগরের উদ্যোগে এই পুষ্পস্তবক অর্পণ করা। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি সালমা রেজা। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সúাদক কানিজ ফাতেমা মিতু। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন।
আরো উপস্থিত ছিলেন নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালাম রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক মাহমুদা কমি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ডের নোতকর্মীবৃন্দ।