স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদী উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদেরর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস।
সভায় সার মনিটরিং, অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য, বিদ্যুতের নেসকোর সাথে গ্রীডের সমন্বয়হীনতা, মাদক নিয়ন্ত্রণ, সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, স্কুল-কলেজে শিক্ষার্থীদের অনুপস্থিতি,সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সভায় উপস্থিতরা মতামত ব্যক্ত করেন।
বক্তব্য রাখেন কৃষি অফিসার মিতা মন্ডল, ডা: আসমা বেগম, অধ্যক্ষ আইনুল ইসলাম, অধ্যক্ষ হামিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, রূপপুর পারমাণবিকের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, সলিমপুরে চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, মুলাডুলির চেয়ারম্যান আব্দুল খালেক, দাশুড়িয়ার বকুল সরদার, সাহাপুরের চেয়ারম্যান বাবু বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম প্রমূখ।