ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে অতিরিক্ত মূল্য কৃষকের কাছে সার বিক্রয় ও অবৈধ মজুদ করার জন্য নিয়মিত তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন । এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ আগস্ট) সকালে সদরের আতাহার বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও এনডিসি মোঃ তৌফিক আজিজ ।
ভ্রাম্যমান আদালতের প্রেসকার মোঃ রেজওয়ান কবির জানান,সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে মেসার্স সদের ট্রেডার্স এ সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ এর ৪০ ধারায় মোঃ সদের আলী কে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ৷ এসময় সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সলেহ আকরাম উপস্থিত ছিলেন।