ফেরদৌস আলী: শেরপুরের শ্রীবরদীতে ওএমএস ও টিসিবি’র কার্যক্রম সফল করার লক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পৌরসভা পর্যায়ে ওএমএস’র চাল আটা বিক্রয় করা হবে। এ উপলক্ষে ৩১ আগস্ট (বুধবার) দুপুরে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, খাদ্য গুদাম কর্মকর্তা বোরহান উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার মোশারফ হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, তাতীহাটি ইউপি চেয়ারম্যান এড. আব্দুর রউফ, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ প্রমুখ।