মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় সার নিয়ে জোরদার মনিটরিং

উল্লাপাড়ায় সার নিয়ে জোরদার মনিটরিং

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে ডিলারদের বরাদ্দকৃত রাসায়নিক সার উত্তোলন ও সঠিক দামে বিক্রি ব্যবস্থা নিয়মিত মনিটরিং করা হচ্ছে ৷ চলতি সেপ্টেম্বর মাসে অতিরিক্ত ১শ ৫ মেট্রিক টন ইউরিয়া সার বরাদ্দ হয়েছে ৷

উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সুত্রে , উপজেলায় বি সি আই সি এর ২১ জন ও বিএডিস্#ি৩৯;র ১৮ জন রাসায়নিক সার ডিলার আছেন৷ চলতি সেপ্টেম্বর মাসে রাসায়নিক সার বরাদ্দের পরিমাণ ইউরিয়া ৬শ ২১ মেট্রিক টন , টিএসপি ২শ ৯৫ মেট্রিক টন , ডিএপি ৩শ ৭১ মেট্রিক টন ও এমওপি ২শ মেট্রিক টন ৷ ইউরিয়া সার আরো ১শ ৫ মেট্রিক টন বেশী বরাদ্দ পাওয়া গেছে ৷ প্রতি কেজি সারের বিক্রি দাম ইউরিয়া ২২ টাকা, টিএসপি ২২ টাকা , ডিএপি ১৬ টাকা ও এমওপি ১৫ টাকা ৷

উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী জানান উল্লাপাড়ায় সব ধরণের রাসায়নিক সারের পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে ৷ কোনো সংকট নেই ৷ ডিলারদের বরাদ্দকৃত সার সঠিক পরিমাণ উত্তোলন এবং বিক্রি ব্যবস্থা নিয়মিত মনিটরিং করা হচ্ছে ৷ সব ইউনিয়নে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ এছাড়া খদ্দেরদের কাছে সার বিক্রি করে রশিদ দেওয়া নিশ্চিত করা হয়েছে ৷ সরকারী দামের চেয়ে বেশী দামে সার বিক্রি করা হলে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments