শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় থাকছে না চতরার বিলের জলাবদ্ধতা

উল্লাপাড়ায় থাকছে না চতরার বিলের জলাবদ্ধতা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চতরার বিলের প্রায় চারশো বিঘা জমির জলাবদ্ধতা কাটাতে বিএডিসি থেকে নেওয়া উদ্যোগের কাজ চলছে ৷ মাটির নীচে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

উপজেলার বড়হর ইউনিয়নের চতরার বিলের পানি আগে এলাকার একটি নালা দিয়ে ঢুকতো ও বের হতো৷ প্রায় ছয় বছর আগে ব্যক্তিগত নালাটি ভরাট করার বিলের পানি নিষ্কাশন পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতা দেখা দেয় ৷ আগে একাধিক ফসলের আবাদ করা গেলেও গত ক’বছর ধরে তা আর করা যায়নি বলে জানা যায় ৷ বিলের বেশীর ভাগ জমিতে বছরের বেশী সময় পানি থাকায় তা করা যায়নি৷

বিএডিসি উল্লাপাড়া সেচ বিভাগের পানাসি থেকে চতরার বিলের জলাবদ্ধতা কাটাতে প্রায় নয় লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ করা হচ্ছে ৷ এ প্রকল্পে মাটির গভীরে দীর্ঘ পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থার কাজ চলছে ৷ এলাকার কৃষকদের ক’জন হাজী আবু সাঈদ , হাজী আঃ ছাত্তার , শহিদুল ইসলাম বলেন চতরার বিলের তাদের জমিতে আগে একাধিক ফসলের আবাদ করা হয়েছে ৷ পানি নিষ্কাশন ব্যবস্থা আটকে জলাবদ্ধতায় জমি এক ফসলি হয়েছে ৷ বিএডিসি’র প্রকল্পটির বাস্তবায়নে জলাবদ্ধতা কেটে যাবে ৷ বছরে একাধিক ফসলের আবাদ করা যাবে ৷

বিএডিসি উল্লাপাড়া সেচ বিভাগের সহকারী প্রকৌশলী জাহিদ হাসান বলেন পানাসি প্রকল্পে একজন ঠিকাদারের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়নের কাজ চলছে৷ প্রকল্পের সফল বাস্তবায়নে চতরার বিলের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments