শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন

রংপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন

জয়নাল আবেদীন: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি‘র মানববন্ধন এবং সমাবেশের মধ্যে দিয়ে বিভাগীয় নগরি রংপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে ।

বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন এবং সমাবেশে শিক্ষকগণ শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ সহ বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন ।

রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আকম জয়নুল আবেদীন ,উপাধ্যক্ষ আব্দুল বাতেন , সহকারী অধ্যাপক আব্দুর রহমান মিন্টু প্রমূখ । একই দিবসে রংপুর প্রেসক্লাব চত্বও থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমীতে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মহানগর বাকবিশিস সভাপতি নবীর হোসেন লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাকবিশিস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রওশানুল কাওছার সংগ্রাম ,বাকবিশিস মহানগর সাধারণ সম্পাদক আব্দুর রউফ সরকার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রেজাউল ইসলাম, কোষাধক্ষ্য অধ্যক্ষ মামুনুল ইসলাম, গবেষনা সম্পাদক ময়েন উদ্দিন শাহ, অধ্যাপক মোঃ আব্দুল বাতেন, অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক আবদুল মাবুদ রাজা ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments