বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলা'স্তন ক্যান্সারে আক্রান্ত শতকরা ৭০ ভাগ নারী মৃত্যুবরণ করছেন'

‘স্তন ক্যান্সারে আক্রান্ত শতকরা ৭০ ভাগ নারী মৃত্যুবরণ করছেন’

জয়নাল আবেদীন: রংপুর চেম্বার মিলনায়তনে স্তন ক্যান্সার বিষয়ে অনুষ্ঠিত সেমিনারে বিশেষঞ্জ বক্তারা বলেছেন স্তন ক্যান্সার বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। বাংলাদেশে শতকরা ১২ দশমিক ৬ ভাগ নারী এ রোগে আক্রান্ত হচ্ছেন এবং শতকরা ৭০ ভাগ আক্রান্ত নারী স্তন ক্যান্সারেই মৃত্যুবরণ করছেন। শুধু তাই নয় এই ব্যয়বহুল রোগে নারী মৃত্যুর বিষয়টি এখন দেশের জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

রোগীদের সচেতনতার অভাব ও ক্যান্সার আক্রান্ত হওয়ার তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ে চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে আসাকে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।গতকাল বৃহস্পতিবার দুপুরে দি ব্ল স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের গাইনী অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন । এসময় বক্তব্য প্রদান করেন ডা. রহিমা খাতুন, রোটারী ক্লাব অব মেট্রোপলিটন রংপুরের প্রেসিডেন্ট ডা. ফ্লোরা শাহীন আক্তার, ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. স্বপন কুমার নাথ, গাইনী চিকিৎসক ডা. সমর্পিতা ঘোষ তানিয়া।

প্রবন্ধে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা পদ্ধতি নিয়ে সেমিনার, সচেতনতা কর্মসূচি, কর্মশালা, লিফলেট বিতরণ, স্বাস্থ্যসেবা ক্যাম্প, চিকিৎসাসেবা নিশ্চিতকরণে পদপেক্ষ গ্রহণ, চিকিৎসক নার্সসহ সেবা প্রদানকারীদের আধুনিক চিকিৎসা নিয়ে প্রশিক্ষণ, যুব নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান, প্রতিটি জেলায় স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে কাজ করছে। তৃণমূল পর্যায়ে নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা গেলে নারীদের মৃত্যুর হার কমে আসবে বলে জানানো হয় সেমিনারে।

দি ব্লুু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অতিরিক্ত কর কমিশনার আয়েশা সিদ্দিকা শেলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর কর কমিশনার মোহাম্মদ আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএমপির ডেপুটি পুলিশ কমিশনার আসমা সিদ্দিকা মিলি। এতে রোটারী ক্লাব, ইনার হুইল ক্লাবের কর্মকর্তা ছাড়াও রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments