বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাসুবর্ণচরে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা

সুবর্ণচরে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা

ইমাম উদ্দিন সুমন: নোয়াখালী সুবর্ণচরে শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি উপজেলা হলরুমে এসে মিলিত হয়।

আলোচনা সভায় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের পরিবার পরিকল্পনার পরিদর্শক মোহাম্মদ আলী রিপনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার চৈতি সর্ববিদ্যা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. ডি ইফতেখার, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক একেএম জহিরুল ইসলাম, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, চট্রগ্রাম বিভাগের সেভ দ্যা চিলড্রেন মামনি এম.এন.সি.এস প্রকল্পের উপ-পরিচালক সালাহ উদ্দিন, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মীজানুর রহমান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন।

আরো উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, চরজব্বর চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক প্রমূখ।

এছাড়াও পরিবার পরিকল্পনার জেলা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মকারীবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকসহ প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments