শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাঘূর্নিঝড় সিত্রাং: উত্তাল বঙ্গোপসাগর, টানা বর্ষনে জনজীবন ভোগান্তিতে, ৭ নম্বর সতর্ক সংকেত

ঘূর্নিঝড় সিত্রাং: উত্তাল বঙ্গোপসাগর, টানা বর্ষনে জনজীবন ভোগান্তিতে, ৭ নম্বর সতর্ক সংকেত

মিজানুর রহমান বুলেট: পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্নিঝড় সিত্রাং উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে।

রবিবার রাত থেকে উপকূলীয় এলাকায় টানা বর্ষন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৭৯.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। ঘূর্নিঝড় সিত্রাং আজ সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিন-দক্ষিন পশ্চিমে অবস্থান করছিলো। তাই এটি উপকূলীয় এলাকায় আঘাত হানার শংকায় পটুয়াখালীর পায়রা সহ দেশের সব বন্দরে ০৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সিপিপি সদস্যদের নিয়ে সিত্রাং মোকাবেলা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্হানীয় সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, উপজেলা পরিসদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান সকল ইউনিয়ন চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সংঙ্কর চন্দ্র বোদ্য জানান, উপজেলার ১৭৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও শুকনো খাবার মজুদ আছে।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments