বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ১

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের গুলিতে নিহত ১, গুলিবিদ্ধ ১

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে জসিম উদ্দিন (২৬) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এছাড়া অপর এক ঘটনায় টু ইস্ট ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ সালাম (৩৭) গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ও বুধবার ভোরে উখিয়ার পৃথক রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, ১০ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভোর রাতে সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে সালামকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় । রক্তাক্ত অবস্থায় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।

ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমদ। বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ টহল জোরদার করা হয়েছে।

এদিকে গত মঙ্গলবার রাতে কয়েকজন দুর্বৃত্ত হেড মাঝি মুহাম্মদ সালামকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি কুতুপালং টু ইস্টের ৬ ডি ব্লকের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত রোহিঙ্গা জসিমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments