শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলানৌকাকে ৩ হাজার ভোটে হারিয়ে কুমিল্লার প্রথম নারী চেয়ারম্যান মাকসুদা আক্তার

নৌকাকে ৩ হাজার ভোটে হারিয়ে কুমিল্লার প্রথম নারী চেয়ারম্যান মাকসুদা আক্তার

ওসমান গনি: কুমিল্লার রাজনীতির ইতিহাসে প্রথম ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন মাকসুদা আক্তার। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোসা. মাকসুদা আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি কুমিল্লা জেলায় ইউনিয়ন পরিষদে সর্ব প্রথম নারী চেয়ারম্যান হিসেবে বিজয় লাভ করেন। তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ২৮৪ ভোট।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে নির্ধারিত সময় ৪টার পরও চলে ভোট গ্রহণ। রাত সাড়ে ৮টার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কন্ট্রোল রোম থেকে ভোটের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আশরাফুল হোসেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটরসাইকেল প্রতীকে কামরুল হাসান ভূইয়া পেয়েছেন ২ হাজার ১৩৫ ভোট। নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু মুছা মজুমদার পেয়েছেন ১ হাজার ১৮৫ ভোট।

ওই ইউনিয়নে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাতি ৩ প্রার্থীর মধ্যে অটোরিক্সা প্রতীক নিয়ে লোকমান হোসেন শাহজাহান ১ হাজার ৮০৬ ভোট, চশমা প্রতীক নিয়ে ময়নাল হোসেন ভূইয়া পেয়েছেন ৬৫৮ ভোট, ঘোড়া প্রতীক নিয়ে মোজাম্মেল হক পেয়েছেন ১ হাজার ৫৮৯ ভোট।

নব নির্বাচিত চেয়ারম্যান মোসা. মাকসুদা আক্তার মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম রুহুল আমিন এর সহধর্মীনি। চলতি বছরের ৫ জানুয়ারী চান্দিনার ১২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন অনুষ্ঠিত হলেও মেয়াদ না হওয়ায় নির্বাচন হয়নি মহিচাইল ইউনিয়নে। পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নানা কারণে বিলম্বিত হয়ে চলতি বছরের ৬ জুন ওই ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে প্রার্থীরা প্রতীক নিয়ে মাঠের নামার পর গত ১১ জুলাই দিনগত রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একেএম রুহুল আমিন এর মৃত্যুতে গত ২০ জুলাই ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ২০ সেপ্টেম্বর পুণঃতফসিল ঘোষনা হলে স্বামীর বরাদ্দ পাওয়া প্রতীকে নিজের নামে বরাদ্দ নিয়ে নির্বাচনী মাঠে নামেন মরহুম রুহুল আমিন এর সহধর্মীনি মোসা. মাকসুদা আক্তার।

বুধবার (২ নভেম্বর) ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রে ইভিএম-এ ভোট গ্রহণ শেষে ‘ভি’ চিহ্ন উচিয়ে বিজয়ের হাসি হেঁসে চান্দিনা উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নাম লেখালেন মাকসুদা আক্তার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments