বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

মুলাদীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে রাশিদা বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার বেলা ১২টার দিকে গাছুয়া ইউনিয়নের চরধলেশ্বর গ্রামের মো. স্বপন বেপারীর বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। রাশিদা বেগম ওই গ্রামের মো. স্বপন বেপারীর স্ত্রী ও পাঁচ সন্তানের জননী।

স্বামীর সঙ্গে অভিমান করে রাশিদা বেগম আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

মো. স্বপন বেপারী জানান, তিনি রাজমিস্ত্রীর কাজ করেন। শনিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে কথার কাটাকাটি হয়। পরে তিনি পার্শ্ববর্তী গ্রামে কাজ চলে যান। বেলা ১১টার দিকে বাড়ির মহিলার তাদের ঘরের দরজা বন্ধ দেখে ডাকচিৎকার দেন। পরে পার্শ্ববর্তী লোকজন এসে জানালা দিয়ে রাশিদা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ ও স্বামীকে সংবাদ দেন। পরে বেলা ১২টার দিকে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাশিদা বেগমের লাশ উদ্ধার করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চরধলেশ্বর গ্রামের মো. স্বপন বেপারীর ঘর থেকে তাঁর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments