আবুল কালাম আজাদ: টাঙ্গাইল সদর উপজেলার বাহির শিমুল গ্রামের ধানক্ষেত থেকে এক নারীর মস্তক বিহীন লাশের খন্ডিত দেহের অংশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত একটি হাত, দুইটি পা, বুকের কিছু অংশ এবং পরনের কাপড উদ্ধার করা হয়। লাশের মাথা ও একটি হাত উদ্ধারের জন্য পুলিশ এখনো ওই এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।

টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক(এস আই) আশরাফুল ইসলাম জানান, শুক্রবার বিকালে খবর পেয়ে ওই এলাকায় ধানক্ষেত থেকে প্রথমে দুটি পা ও একটি হাত উদ্ধার করা হয়েছে। এরপর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেহের খন্ডিত কিছু অংশ উদ্ধার করা হয়। দেহের বাকি অংশ উদ্ধারে ওই এলাকার ধানক্ষেত গুলোতে তল্লাশি চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে। এরপর লাশ গুম করার জন্য টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়।

Previous articleমুলাদীতে স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
Next articleবেগমগঞ্জের ইউএনও শামছুন নাহারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অবশেষে বদলি
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।