শফিকুল ইসলাম: জয়পুরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রবিউল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে সদর উপজেলার হানাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আশরাফ আলীর ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রবিউল ইসলাম নিজ বাড়ি থেকে তার বোনকে মোটরসাইকেলে সঙ্গে নিয়ে পাঁচুরচক গ্রামে পৌঁছে দেন। পরে তিনি নিজ বাড়িতে ফেরার পথে হানাইল- পাঁচুরচক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  ইয়ার্ডে উল্টে গেল মালবাহী ট্রেনের বগি
Previous articleলড়াইয়ে আমাদের জয়ী হতে হবে, কোনো বিকল্প নাই: মির্জা ফখরুল
Next articleপুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়নের মৃত্যু: অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার মামলা করল পুলিশ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।