সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার বেলা এগারোটায় সারাদেশে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও মিথ্যাচারের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীগণ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়। পৌর শহরের সড়কগুলো ঘুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র সহ সভাপতি আব্দুল বাতেন হিরু, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান কাকন ,সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ ।

Previous articleরাজশাহীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
Next articleউলিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।