ফেরদৌস আলী: শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোতাহারুল ইসলাম লিটনকে সংবর্ধিত করা হয়েছে। তাতিহাটি নয়াপাড়া পৌর এলাকার জনসাধারণের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বুধবার (২৩ নভেম্বর) রাতে তাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধিত সভার সভাপতিত্ব করেন আলহাজ্ব সোলাইমান মিয়া। পৌর আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোতাহারুল ইসলাম লিটন, সাবেক জেলা পরিষদ সদস্য ও কেকের চর ইউনিয়ন সভাপতি আব্দুল খালেক, সাবেক উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কালাম, সহ প্রচার সম্পাদক আবু সাঈদ হিটলার, গোশাইপুর ইউপি চেয়ারম্যান ও সভাপতি শাহাজামাল আশিক, সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও সা.সম্পাদক ডা.আব্দুল হালিম, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান ও সা.সম্পাদক মোঃ ফখরুজ্জামান, কাকিলাকুড়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর সরকার, রানীশিমূল ইউনিয়ন সা. সম্পাদক আনুয়ার পারভেজ, নুরল হক,হেলাল উদ্দিন,তারা মিয়া,লিয়াকত, মির্জা, রায়হান, রশিদ, নাছির,আমের আলী,আনুয়ার,মিস্টার, মিজান প্রমুখ।

Previous articleকুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃদু বিষধর উজ্জ্বল প্যারাবন সাপ
Next articleউলিপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতি মন্ত্রীর বিদ্যালয় পরিদর্শন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।