শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলা৫ নারীকে সম্মাননার মধ্যে দিয়ে আরডিআরএস বাংলাদেশ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

৫ নারীকে সম্মাননার মধ্যে দিয়ে আরডিআরএস বাংলাদেশ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

জয়নাল আবেদীন :’সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তির পায়রা উড়িয়ে, নারী অধিকার প্রতিষ্ঠায় সামাজে গুরত্বপূর্ণ ভূমিকা রাখায় ৫ জন নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান সহ নানা আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উদযাপন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ।

কেন্দ্রীয় সমন্বয় অফিস, রংপুর চত্বরে আরডিআরএস কার্যকরী কমিটির সদস্যদের উপস্থিতিতে উক্ত গতকালের অনুষ্ঠানে আরডিআরএস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক তপন কুমার কর্মকার, কার্যকরী কমিটির চেয়ারপারসন শিব নারায়ণ কৈরী সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে ফারুক আহমেদ, প্রফেসর ডা. ময়নুল হক, পারভীন মাহমুদ, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চেŷধুরী, ডা. এস এম আকবর উপস্থিত ছিলেন। নারী নির্যাতন প্রতিরোধে ও সহায়তা প্রদানে আরডিআরএস এর দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা ও সাফল্য উপস্থাপন করেন সংস্থার নারী অধিকার ইউনিটের ফোকাল মেজবাহুন নাহার। কার্যকরী কমিটির সদস্যবৃন্দকে পূর্ণর্বাসন কেন্দ্রের আবাসী নারীদের দ্বারা তৈরীকৃত উত্তরীয় পরিধান করানোর মধ্য দিয়ে দিবস উদযাপনের শুভ সূচনা হয়।

নারী অধিকার প্রতিষ্ঠায় সামাজে গুরত্বপূর্ণ ভূমিকা রাখায় যে ৫ জন নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, তারা হলেন বাল্য বিবাহ প্রতিরোধে ব্যাপক ভুমিকার জন্য কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই এলাকার রিক্তা আকতার, তারাগঞ্জ উপজেলার ডাঙ্গির হাট এলাকার পুর্নবাসন কেন্দ্রের প্রশিক্ষক এবং জয়িতা বুলবুলি আকতার,মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের সফল উদ্যোক্তা আকতারুন খাতুন,একই ইউনিয়নের ফেডারেশন সভাপতি পেয়ারী বেগম এবং কাউনিয়া উপজেলার সুমনা আকতার ।

অনুষ্ঠানে সিনিয়র ডিরেক্টর মোঃ ফয়জার রহমান, ডিরেক্টর ফাইন্যান্স মোঃ সালাহউদ্দিন, হেড অব অ্যাডমিন অ্যান্ড জেনারেল সার্ভিস মোঃ নজরুল গনি, হেড (অপারেশন) রবিন চন্দ্র মন্ডল, হেড অব ডেভেলপমেন্ট প্রোগ্রামস মুহম্মদ আব্দুস সামাদ, হেড অব এইচআর সাবরিনা শমশাদ, হেড অব অডিট সনাতন কুমার প্রামানিক, হেড অব মাইক্রোফাইন্যান্স সাইদ আহমেদ খান ছাড়াও সিনিয়র কোঅর্ডিনেটর (এমএনই) মামুনুর রশিদ, সিনিয়র কোঅর্ডিনেটর (বিএফটিডাব্লিউ) রাশেদুল আরেফিন, প্রজেক্ট কোঅর্ডিনেটর ফরিদা আক্তার, কোঅর্ডিনেটর (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স) আশাফা সেলিম সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments