সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাংচুর করা হয়েছে। জানা গেছে গতকাল মঙ্গলবার ২৯ নভেম্বর রাত দশটার দিকে অফিসে হামলা ও ভেতরে থাকা আসবাবপত্র ভাংচুর করা হয় । এ সময় এলাকার জনগণ টের পেয়ে এগিয়ে আসলে ভাংচুরকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে মডেল থানায় মামলা দেওয়া হয়েছে।
অপরদিকে সোমবার গভীর রাতে উপজেলার সলঙ্গা ইউনিয়নের আঙ্গারু বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নিজস্ব অফিসের চেয়ার ভাংচুর করা হয় । অফিসটিতে দলীয় নেতাকর্মীগণ বসতেন বলে জানা গেছে ।
সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।