বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগ’র তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো: মনিরুল ইসলামের পিতা আলতাফুর রহমান এর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার আছর নামাজবাদ কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদ মাঠে তার প্রধম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বালিতলী ইউনিয়নের নিজ প্রামের হাওলাদার বাড়িতে মাগরিব নামাজবাদ দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য শুক্রবার শেষ রাতে আলতাফুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহি . . . . . . রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন ছেলে এক মেয়ে অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, কলাপাড়া প্রেস ক্লাব,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, মানিকমালা খেলাঘর আসর, কলাপাড়া শিক্ষকর সমিতির নেতৃবৃন্দ।