মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর মহিপুরে দৈনিক সমকালের কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক (৪৫) বৃহস্পতিবার বিকেলে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল ১০টার সময় তার কর্মরত প্রতিষ্টান কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের মাঠে মরহুমের নামাজের জানাজার শেষে তাকে মাইটভাঙ্গা পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
খান এ রাজ্জাক সাংবাদিকতার পাশাপাশি কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।