অতুল পাল: মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট মরহুম শামসুল আলম তালুকদারের (বীর উত্তম) প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার সকাল ১০ টার দিকে তার জন্ম ভূমি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি যুদ্ধ বিমান ও তিনটি হেলিকপ্টার মহড়া দিয়েছে।

বিমান ও হেলিকপ্টার বহরটি পাতিলা পাড়ার আকাশে তিনবার চক্কর দিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায়।

এসময় হেলিকপ্টার থেকে বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শোক ও স্বাধীনতা যুদ্ধে মরহুম শামসুল আলম তালুকদারের অসামান্য ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে লিফলেট ছোঁড়া হয়।

উল্লেখ গত ৮ ডিসেম্বর বিকেল ৪টা ৪৭ মিনিটে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর উত্তম শামসুল আলম তালুকদার ঢাকার একটি হাসপাতালে ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। তিনি ১৯৪২ সালে জন্ম গ্রহণ করেন।

আরও পড়ুন  এনায়েতপুরে চাঞ্চল্যকর বিউটি হত্যার ৫ বছর পর রহস্য উদ্‌ঘাটন, পরকীয়া প্রেমিকসহ আটক ৩
Previous articleচান্দিনায় গলায় ফাঁস দিয়ে মানসিক প্রতিবন্ধীর আত্মহত্যা
Next articleসমাবেশের অনুমতি পাওয়ার পরই মাঠে বিএনপি নেতাকর্মীরা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।