বাংলাদেশ প্রতিবেদক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক মুসলিম প্রেমিকা। শনিবার (১৭ ডিসেম্বর ) বিকেল থেকে প্রেমিক অসিম কুমার মন্ডল (২২) এর বাড়িতে অবস্থান নিয়েছে সেই প্রেমিকা। অসিম কুমার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অমল কুমার মন্ডলের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রেমিকা অভিযোগ করে বলেন, ‘দুই বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অসিম আমাকে ধর্ষণ করে আসছে। আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি তাকে বিয়ের কথা বলি। কিন্তু তার পরিবারের চাপে পড়ে এখন সম্পর্ক অস্বীকার করছে। কয়েকদিন থেকে সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাই বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছি। এ বিষয়ে প্রেমিক অসিম কুমারের কাছে জানতে চাইলে সে বলেন তার সাথে আমার কোন প্রেমে সম্পর্ক নেই। মেয়েটি আমার বড় বোনের বান্ধবী।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Previous article১০ ডিসেম্বর বিএনপি’র পরাজয় হয়েছে: তথ্যমন্ত্রী
Next articleমাফরুহা আহসান মিতু’র একগুচ্ছ কবিতা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।