অতুল পাল: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশের শর্ত ভেঙ্গে বাউফলের কেশবপুর ইউনিয়নে পরিবার কল্যান সহকারী নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। এব্যপারে এক ভূক্তভোগী সংশ্লিষ্ট দপ্তরসহ সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পরিবার কল্যান সহকারী নিয়োগের জন্য ২০২১ সালের ১১ আগস্ট বিভিন্ন শর্তসহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শর্তের মধ্যে আবেদনকারীকে স্ব স্ব ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। এক পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের গত ৩০ নভেম্বর মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ৫ ডিসেম্বর চূড়ান্ত নিয়োগপত্র দেয়া হয়।

বাউফলের কেশবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ২(ক) ইউনিটের মল্লিকডোবা-ভরিপাশা গ্রামের সাদিয়া জামান স্বর্ণা নামের এক প্রার্থী অভিযোগ করেন, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত ভেঙ্গে অবৈধভাবে কেশবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ফাতিমা তুজ যোহরা নামের এক প্রার্থীকে ৪ নং ওয়ার্ডের ২(ক) ইউনিটে নিয়োগ দেয়া হয়েছে। ফাতিমা তুজ যোহরা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হয়েও তথ্য গোপণ করে চাকুরীর জন্য আবেদন করেছেন। একটি সূত্র জানায় পটুয়াখালীর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তার আত্মীয় হিসেবে ফাতিমা তুজ যোহরা ওই অবৈধ নিয়োগ পেয়েছেন। ফলে সংশ্লিষ্ট ইউনিটের প্রকৃত প্রার্থী চাকুরী থেকে বঞ্চিত হয়েছেন।

এবিষয়ে ফাতিমা তুজ যোহরার স্বামী উপজেলার কালিশুরী এসএস ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বলেন, আমার স্ত্রী সঠিক তথ্য দিয়েই আবেদন করেছে। ৫ নং ওয়ার্ডের ভোটার তালিকায় নাম রয়েছে এমন প্রশ্নের কোন সঠিক উত্তর দিতে পারেননি। বাউফল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা ইসলাম জানান, এরকমটা হলে ভেরিফিকেশন রিপোর্টে নিয়োগ বাতিল হয়ে যাবে।

পটুয়াখালী জেলা পরবিার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আ.ফ.ম আরাফাত রহমান জানান, অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখেছি। ভোটার তালিকার থেকেও চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত্ব প্রত্যয়নপত্রে আমরা গুরুত্ব বেশি দিয়ে থাকি।

Previous articleউল্লাপাড়া সদর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ
Next articleউল্লাপাড়ায় মোকামে মাছের শুঁটকির চাহিদা ব্যাপক
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।