মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত এবং তার সাথে থাকা এক নিকট আত্মীয় গুরুতর আহত হয়েছে।

শুক্রবার রাতে কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের রজপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্র মোহাম্মদ ওমর ফারুক ওরফে আবু সাঈদ (১৭) উপজেলার ধানখালী ইউনিয়নের ধানখালী গ্রামের গিয়াস উদ্দিন’র ছেলে। গুরুতর আহত জুনায়েদ (১১) একই গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সূত্র জানায়, নিহত মাদ্রাসা ছাত্র আবু সাঈদ তার বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ওই নিকট আত্মীয়কে নিয়ে বিকেলে ধানখালী থেকে কলাপাড়া শহরে ঘুরতে আসে। পরে বাড়ি ফেরার পথে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Previous articleমৃত্যুর ৫ দিন পর বাংলাদেশীর লাশ দিলো বিএসএফ, নির্যাতন করে হত্যার অভিযোগ
Next articleপাঁচবিবিতে শিমের বাম্পার ফলন, দামেও খুশি কৃষকরা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।