শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় চিকিৎসক ও নার্সের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় চিকিৎসক ও নার্সের অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় চিকিৎসক ও নার্সের অবহেলায় আইনজীবি সহকারী স্বপন সিকাদারের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবি ও তার সহকর্মীরা।

সোমবার বেলা এগারোটায় কলাপাড়া আইনজীবি সহকারী কল্যান সমিতি’র উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন আইনজীবি নাসির মাহমুদ, সাইদুর রহমান সাইদ, খন্দকার নাসির উদ্দিন, কলাপাড়া আইনজীবি সহকারী কল্যান সমিতি’র সভাপতি আবদুল হাই হাওলাদার,সহ-সভাপতি হাফিজুর রহমান, সদস্য জেড এইচ কাওসার, সাবেক সভপতি এনামুল হক, আবুল কালাম গাজী প্রমূখ।

এসময় আইনজীবি,সহকারী আইজীবি কল্যান সমিতির সকল সদস্যসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অভিযুক্ত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা. জে এইচ খান লেলিন ও নার্স আসমা বেগমের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য গত ২১ ডিসেম্বর চিকিৎসকের অবহেলায় মারা যান আইনজীবি সহকারী সমিতির সদস্য স্বপন সিকদার। এঘটনায় গত ০৪ জানুয়ারী নিহতের চাচা আইনজীবি নুরুজ্জামান শিকদার বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments