শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলামুলাদীতে জাতীয় কৃষক সমিতির সম্মেলন

মুলাদীতে জাতীয় কৃষক সমিতির সম্মেলন

বাংলাদেশ প্রতিবেদক: মুলাদীতে জাতীয় কৃষক সমিতির সম্মেলন হয়েছে। কৃষিপণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি, সার ওষুধের দাম কমানো এবং সহজ শর্তে কৃষি ঋণ প্রদানের দাবিতে গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় কৃষক সমিতির আহ্বায়ক মো. সবুজ মাতুব্বর। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু। প্রধান বক্তা ছিলেন, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান।

এসময় বক্তব্য রাখেন, বরিশাল জেলা জাতীয় কৃষক সমিতির আহ্বায়ক মোজাম্মেল হোসেন ফিরোজ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গোলাম হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ গফুর মোল্লা, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বেপারী, উপজেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শান্তি রঞ্জন দাস, পৌর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল হক সেন্টু আকন। কৃষক সমিতির নেতা মনিরুজ্জামান মনিরের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, গাছুয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি খোকন বেপারী, চরকালেখান ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি ফারুক হোসেন আকন প্রমুখ। সম্মেলনে মো. সবুজ মাতুব্বরকে সভাপতি, জাকির হোসেন মালকে সাধারণ সম্পাদক এবং খোকন বেপারীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় কৃষক সমিতির কমিটি গঠন করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments