বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলানতুন বনাঞ্চল সৃষ্টি ও নিধন বন্ধের দাবিতে কলাপাড়ায় সুন্দরবন দিবস পালিত

নতুন বনাঞ্চল সৃষ্টি ও নিধন বন্ধের দাবিতে কলাপাড়ায় সুন্দরবন দিবস পালিত

এস কে রঞ্জন: “বাঁচাই সুন্দরবন, বাঁচাই পরিবেশ, টেকসই হোক আমাদের বাংলাদেশ” এ প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ওয়াটার্স কিপার্স বাংলাদেশ ও কলাপাড়া প্রেসক্লাব’র আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ করা হয়।

অনুষ্ঠানে পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, পরিবেশকর্মী নেছারউদ্দিন আহমেদ টিপু, জাকির হোসেন, কামাল হোসেন রনি, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস কে রঞ্জন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, সাধারন সম্পাদক রাসেল মোল্লা প্রমুখ। সুন্দরবনসহ কলাপাড়ার সাগর উপকূলের বেড়িবাধের বাইরের প্রাকৃতিক ম্যানগ্রোভ বনাঞ্চলসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন বনাঞ্চল সৃষ্টি ও বনাঞ্চল নিধন বন্ধের দাবি জানান বক্তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments