বাংলাদেশ প্রতিবেদক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীর সুনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্টের ৩য় বর্ষপূর্তি ও বসন্ত উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে কেক কেটে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। সভাপতিত্ব করেন রিসোর্টের সিইও মুনিম তাজওয়ার অহিন।

সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, প্রেসক্লাবের সহ সভাপতি কে এম আবুল বাশার, সাধারন সম্পাদক আব্দুল বাতেন, কোষাধ্যক্ষ শেখ মহসীন, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম বকুল সরদার, সলিমপুর ইউনিয়ন আঃ লীগের সাধারন সম্পাদক নায়েক এম এ কাদের, সুজানগর উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, সলিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রিয়াজুল সরদার, যুবলীগ নেতা কামাল বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, আঃ লীগ নেতা জহুরুল ইসলাম তুফান সরদার সহ অন্যান্য অন্যান্য অতিথি এসময় উপস্থিত ছিলেন।

স্বপ্নদ্বীপ রিসোর্টের বর্ষপূর্তি, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় বর্ণাঢ্য সাজে রিসোর্ট সাজানো এবং সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন  মহেশখালীতে পিস্তলসহ ডাকাত নাছির গ্রেপ্তার
Previous articleসাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
Next articleটাঙ্গুয়ার হাওর এলাকায় নয়নাভিরাম ঝরনা ফুলের সমারোহ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।