স্বপন কুমার কুন্ডু: পুলিশি অভিযানে ঈশ্বরদীর ছিনতাইকৃত দশ টন হলুদ উদ্ধার এবং ২ জন আটক হয়েছে। তবে ছিনতাইকৃত ট্রাকের হদিস মেলেনি। সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইলের মির্জাপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় ঈশ্বরদী থানা পুলিশের এ অভিযান পরিচালিত হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম ও এসআই সুব্রতের নেতৃত্বে পুলিশের একটি টিম মির্জাপুরে অভিযান চালিয়ে ছিনতাইকৃত হলুদসহ ২ জন আটক করেছেন। অভিযান এখনও অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এমূহুর্তে আটককৃতদের নাম প্রকাশ করা সম্ভব নয়। পরে বিস্তারিত জানানো হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পুলিশ পরিচয়ে ঈশ্বরদীতে কারখানায় ঢুকে সাড়ে ১০ টন হলুদসহ ট্রাক ছিনতাই হয়। উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গাং মাথাল গোরস্থান সংলগ্ন সরদার এন্টারপ্রাইজ হলুদ প্রসেস কারখানায় এ ঘটনা ঘটে। ওই ট্রাকে প্রায় ২৩ লাখ ৪০ হাজার টাকা হলুদ ছিল বলে দাবি করেন প্রতিষ্ঠানের অংশীদার আব্দুল গাফ্ফার।

নৈশপ্রহরী সিরাজুল ইসলাম বিশ্বাস জানান, ওই রাতে চারজন ব্যক্তি একটি প্রাইভেট কারে কারখানার গেটের সামনে এসে পুলিশ পরিচয় দিয়ে বলে ট্রাকে অবৈধ নেশা জাতীয় মালামাল আছে। এ গাড়ি থানায় নিয়ে যেতে হবে। একথা বলার সাথে সাথে আমাদের দুই নৈশপ্রহরীর চোখ-মুখ বেঁধে ট্রাকে তুলে নিয়ে যায়। পাবনা রেল স্টেশন সংলগ্ন বুশরা ফার্মেসির সামনে তাদের ফেলে দিয়ে ছিনতাইকারীরা ট্রাক নিয়ে চলে যায়।

আরও পড়ুন  মহেশখালীতে শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে টমটম উল্টে প্রাণ গেল চালকের
Previous articleবেনাপোলে বিজিবির তৎপরতায় অস্ত্র, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার
Next articleভাষা আন্দোলনের জন্য বঙ্গবন্ধুকে বার বার কারাবরণ করতে হয়েছিল : প্রধানমন্ত্রী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।