জি.এম.মিন্টু: কেশবপুরে নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যান সমিতির ২০ তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস সামাদ সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেশবপুরের সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশিদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত। অন্যদের মধ্যে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, কালিয়ারই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চেয়ারম্যান এসএম মুনজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।