সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeসারাবাংলাশ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আজাদুর রহমান, সম্পাদক বিকুল চক্রবর্তী

শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আজাদুর রহমান, সম্পাদক বিকুল চক্রবর্তী

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক জয়বার্তার সম্পাদক অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী।

বৃহস্পতিবার ০২ মার্চ ২০২৩ ইং, দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে গোপন ব্যালেট পেপারের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের ভোটে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: সম্পদ সিংহ।
নির্বাচনে ১৭ পদে মোট ৪০জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার ভোট প্রদান করেন।

অনান্য পদে ভোটে প্রেসক্লাবে যারা বিজয়ী হয়েছেন, কার্যকরি সভাপতি দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, সহ-সভাপতি পদে আরটিভি ও আমাদের সময়ের মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, সহ-সভাপতি পদে বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি ইমন কল্যাণ দেব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডেইলি ইন্ডাস্ট্রির শ্রীমঙ্গল প্রতিনিধি রজত শুভ্র চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্য, সাংগঠনিক সম্পাদক পদে অর্থকাল এর প্রতিনিধি কাউছার আহমদ রিয়ন, দপ্তর সম্পাদক পদে ঢাকা নিউজের শ্রীমঙ্গল প্রতিনিধি জহিরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডেইলি অবজারভার শ্রীমঙ্গল প্রতিনিধি রুপম আচার্য্য, প্রচার সম্পাদক পদে ডেইলি নিউ নেশন এর শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহীম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অর্জুন চন্দ্র দাশ, সদস্য পদে দেলোয়ার হোসেন রাহিদ, রাসেল আহমদ, হুমায়ুন কবির রিপন ও বর্ণ চক্রবর্তী।

এ সময় দিনব্যাপী এই নির্বাচনকে আনন্দ মূখর করতে ভোট কেন্দ্র পরিদর্শনে আসেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম, জেরিন চা বাগানে ব্যবস্থাপক সেলিম রেজা চৌধুরী, শ্রীমঙ্গল থানা ওসি তদন্ত আমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments