বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাগুলিস্তানে বিস্ফোরণ: ভবন থেকে আরো ২ জনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে...

গুলিস্তানে বিস্ফোরণ: ভবন থেকে আরো ২ জনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ২০

বাংলাদেশ প্রতিবেদক: গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরিত ভবনটির ভেতর থেকে আরো দুইটি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ফায়ার সার্ভিস লাশ দু’টি উদ্ধার করা হয়। এ নিয়ে এ বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হলেন।

উদ্ধার হওয়া দুজনের একজন হলেন মমিন উদ্দিন সুমন, বয়স ৪৪ বলে জানা গেছে। তিনি বিধ্বস্ত ভবনের নিচতলার ব্যবসায়ী। আনিকা এজেন্সির মালিক সুমনের আরো কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে সব মিলিয়ে কর্মীর সংখ্যা শতাধিক।

অন্যজন রবিন হোসেন (২০)। তিনি সুমনের দোকানের কর্মী। রবিনের ভাই শাহাদত হোসেন তার লাশ শনাক্ত করেন। রাজধানীর জুরাইনে থাকতেন রবিন। তার বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়।

এর আগে, গতকাল ৭ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২০ জন নিহত ও অন্তত দেড় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments