বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাকচাপায় তিন অটোরিকশার যাত্রী নিহত হয়। এতে আরো দু’জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এশিয়ান হাইওয়ের উপজেলার ললাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন জামপুর ইউনিয়নের পূর্ব দড়িকান্দী গ্রামের জামাল হোসেন (৩৫), সনমান্দী ইউনিয়নের মামুদি গ্রামের মোমেন মিয়া (২৮) এবং নোয়াগাঁও ইউনিয়নের মো: শুক্কুর আলী (৩৩)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে মদনপুর থেকে নয়াপুর এলাকায় যাচ্ছিল। পথে ললাটি এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জামাল হোসেন মারা যান। পর্বরতীতকালে আরো দু’জনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Previous articleডিমলায় উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ফিরোজের বিজয়
Next articleভুয়া ডিবি পরিচয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায়, গ্রেফতার ২
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।