জয়নাল আবেদীন: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ সহ কারাবন্দী বিএনপির সকল নেতাদের মুক্তির দাবীতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ করেন রংপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন।

বৃহস্পতিবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন ও সমাবেশে রংপুর মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সদস্য সচিব এ্যাড.মাহফুজ-উন-নবী ডন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য কাওছার জামান বাবলা, মহানগর যুবদলের সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

মহানগর বিএনপি’র নেতৃবৃন্দ বক্তারা বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি’র নেতাকর্মীকে জেলে আটকিয়ে রেখে সরকার গণআন্দোলন দমিয়ে রাখতে চায়। তারা বিএনপি’র আন্দোলনকে ভয় পাচ্ছে। নিত্য পণ্যের দাম, বিদ্যুৎ, তেল, গ্যাসসহ সবকিছুর দাম বাড়িয়ে সরকার অর্থ লোপট করে নিজেদের পকেট ভারী করছে। জনগণ সরকারের এই শোষণের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা বিএনপির আন্দোলনের সাথে একাত্ত্বতা প্রকাশ করেছে। বিএনপি’র চেয়ারপার্সনসহ নেতাদের মুক্তি, বর্তমান সরকারের পতনসহ নিদর্লীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী পূরণ না হওয়া পর্যন্ত বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবে।

আরও পড়ুন  ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটসহ আটক ২
Previous articleউল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন ডিসি
Next articleকলাপাড়ায় হিংস্র শিকারী বাজপাখির সঙ্গে জেলের বন্ধুত্ব
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।