সোমবার, মার্চ ১৭, ২০২৫
Homeসারাবাংলারাজশাহীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর অটো কাভার্ড ভ্যানসহ ৪ চোর গ্রেফতার

রাজশাহীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর অটো কাভার্ড ভ্যানসহ ৪ চোর গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে একটি পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের অটো কাভার্ড ভ্যান-সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চুরির ঘটনায় চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ১০ হাজার টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা ম্যাচ ফ্যাক্টরী এলাকা থেকে তাদের গ্রেফতার করে শাহ্ধসঢ়;‌মখদুম থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মোবারক পারভেজ, এসআই মোঃ আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত চোরেরা হলো: মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা ম্যাচ ফ্যাক্টরী এলাকার আব্দুল মোতালেবে ছেলে মোঃ আল আমিন ভান্ডারী (২৪), একই থানার সপুরা শালবাগানের মোঃ সেন্টু বাবুর্চির ছেলে, মোঃ মিনহাজ আলী জয় (২৬), একই এলাকার মৃত ইকবালের ছেলে মোঃ সারোয়ার হোসেন পার্থ (২২) ও রবের ছেলে মোঃ ইমামুল (৩২)। শুক্রবার (২৪ মার্চ) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, মোঃ সিয়াম একটি খাদ্য পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করেন। গত (২২ মার্চ) সকাল পৌনে ১০টায় পণ্য সরবরাহের জন্য ভ্যানে মালামাল নিয়ে শাহ্ধসঢ়;‌শখদুম থানাধীন বারো রাস্তার পাশে বখশীয়া খানকাহ শরীফের সামনে অটো ভ্যানটি রেখে খানকাহ শরীফের ভিতরে বাথরুমে যান। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে দেখেন তার অটো ভ্যানটি নাই। তিনি আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ভ্যানটি না পেয়ে বিষয়টি প্রতিষ্ঠানের মালিক মোঃ রাকিবুল হাসান জুয়েলকে অবগত করেন। এরপর জুয়েল শাহ্ধসঢ়;‌মখদুম থানায় একটি চুরির মামলা করেন। মামলার পর বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৮টায় শাহ্ধসঢ়;‌মখদুম থানা সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে চোর মোঃ আল আমিন ভান্ডারীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে তার বাড়ীর পিছন থেকে ভ্যানের বিভিন্ন অংশ খোলা অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তাকে সাথে নিয়ে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুপুর ২টায় তার সহযোগী চোর মোঃ মিনহাজ, সারোয়ার ও ইমামুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ হাজার টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চোরাই কাভার্ড ভ্যানটির কিছু অংশ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।

উল্লেখ্য, গ্রেফতারকৃত চোরদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক-সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments