আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে লিখন পাল (১৩) ও সুজেয় পাল (১৫) নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত লিখন পাল কষ্টাপাড়া গ্রামের রঞ্জিতের ছেলে ও সুজেয় পাল সুভাষ পালের ছেলে। নিহত দুজন চাচাতো ভাই। লিখন ষষ্ঠ শ্রেণি ও সুজেয় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

রবিবার (২৬ মার্চ) বেলা বারোটার দিকে উপজেলার যমুনার খানুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শি অনিক জানায়, আমরা ৫-৬ জন দুপুর ১২ টার দিকে যমুনা নদীতে গোসল করতে নামি। এসময় আমরা কযেকজন অল্প পানিতে নামি। লিখন পাল ও সুজেয় পাল গভীর পানিতে গিয়ে নামলে স্রোতে পড়ে যায়। সুজেয় স্রোতে ডুবে যাচ্ছিল দেখে লিখন ওকে উদ্ধার করতে গেলে দুজনেই স্রোতে ডুবে যায় । এসময় আমরা ওদের উদ্ধারের চেষ্টা করলে হাত পিছলে পড়ে যায়। পরে আমরা ডাক চিৎকার করলে লোকজন এসে ওদের উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে যায়। পরে শুনি ওরা মারা গেছে। নিহত পরিবারে শোকের মাতম বইছে। নিহত সুজেয় পাল সুভাষ পালের একমাত্র ছেলে।

ভূঞাপুর থানার এস আই মো. লিটন জানান, আজ দুপুর বারোটার দিকে কষ্টাপাড়া গ্রামের ৫-৬ জন শিশু যমুনা নদীতে গোসল করতে গেলে পানির স্রোতে ডুবে যায় এসময় স্হানীয় লোকজন লিখন পাল ও সুজেয় পাল নামে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। পরে লাশ মুয়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন  ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটসহ আটক ২
Previous articleতাহিরপুরে নজরখালি বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে এমপি রতন
Next articleতাহিরপুরে টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।