শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ভোটারদের বায়োমেট্রিক 'দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ' গ্রহনের পাইলটিং কর্মসূচি শুরু

রংপুরে ভোটারদের বায়োমেট্রিক ‘দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ’ গ্রহনের পাইলটিং কর্মসূচি শুরু

জয়নাল আবেদীন: ইভিএমে ভোট বিড়ম্বনা দূরীকরণে দেশের ১০ বিভাগের মত রংপুর মহানগরীতে ২০১৭ ও ২০১৮ সালে নিবন্ধিত ভোটারগণের বায়োমেট্রিক( দশ আঙ্গুলের ছাপ ও আইরিশ) গ্রহনের পাইলটিং কর্মসূচি শুরু হয়েছে।সোমবার সকাল ১০টায় রংপুর সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের কারামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ পাইলটিং উদ্বোধন হয়।

২৭ থেকে ২৯মার্চ এই তিনদিনব্যাপী বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচিতে ১৮ নম্বর ওয়ার্ডের ৪০৫ জন ভোটারের মধ্যে চলছে এ কার্যক্রম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটের কার্যক্রম চলমান রাখতে এ কর্মসূচি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ কার্যক্রম পর্যায়ক্রমে সিটি এলাকার ৩৩ টি ওযার্ডের ১৪ হাজার ৯ শ ৯৬ জন ভোটারের মধ্য শুরু হবে ।

এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন জানান, বায়োমেট্রিক পাইলটিং কর্মসূচি দেশের ১০ টি বিভাগীয় মহানগরী এলাকায় চলছে। এটি সফল হলে যেসব এলাকায় ইভিএম ব্যবহার হবে, সেই সব এলাকায় এ বায়োমেট্রিক কর্মসূচী শুরু করা হবে।

উদ্বোধনী কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকতা রেজাউল করিম, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর চান্দু মিয়াসহ অন্যান্যরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments