শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত

রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত

জয়নাল আবেদীন: নানা আয়োজনে রংপুরে ২৮মার্চ ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত হয়েছে । রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহিদদের স্মৃতির প্রতি ‘রক্ত গৌরব’ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ১০টায় বিভাগীয় প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আবু জাফর, জেলা প্রশাসক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর জেলা ইউনিট কমান্ডের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ড. চিত্রলেখা নাজনীন। উপজেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা: নুর নাহার বেগম। এরপর জনপ্রতিনিধিগণ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, সাংবাদিকবৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানান। এদিকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনাসভার আয়োজন করা হয় ।

উল্লেখ্য ১৯৭১সালের ২৮মার্চ তীরধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও কালে শতশত মানুষ পাকহানাদাদের গুলিতে শহিদ হন । তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিবসে প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments