মাহমুদুল হাসান: তালায় হালিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার দুধলী গ্রামের বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি। দুই কন্যা সন্তানের জননী হালিমা খাতুন ধলী গ্রামের খালেক গাজীর মেয়ে।
স্থানীয়রা জানান, হালিমা কিছুদিন আগে স্বামীর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কামারডাঙা থেকে বাবার বাড়িতে আসে। শনিবার সকালে হঠাৎ করে তাকে ঘরে মাটিতে লুটানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এক পর্যায়ে চিকিৎসার জন্য ডাক্তারে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় তার মুখে তীব্র বিষের গন্ধ পাওয়া যায়। হালিমার পিতা খালেক গাজী জানায়, আমি সকালে কাজের জন্য বাইরে যাই। সংবাদ পেয়ে বাড়ি এসে শুনি মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটি বলতে পারব না।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক মোঃ সোলায়মান কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।