বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত রহ: ব্রিজ এলাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের পাঁচজন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হয়ে আহতরা হলেন- কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা এলাকার বিলকিস (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপসহকারী পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তিনি বলেন, দুপুরে শাহ আমানত রহ: সেতু এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের পাঁচজনযাত্রী অগ্নিদগ্ধ হন। অগ্নিদগ্ধ হয়ে আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বর্তমানে ওই পাঁচজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই পুলিশ কর্মকর্তা।