আবুল কালাম আজাদ: ঈদের ছুটিতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। জানা যায়, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে বাসাইল উপজেলার গুল্যা নামক স্থানে সোমবার(২৪ এপ্রিল) বিকালে শাহীন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি রংপুর থেকে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। নিহত শাহীন রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বিশবপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে।
মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কামাক্ষার মোড়ে রোববার(২৩ এপ্রিল) সন্ধ্যায় বেপরোয়া গতির একটি অজ্ঞাত গাড়ি ওভারটেক করতে গিয়ে গাড়ির ধাক্কায় বদিউজ্জামান(২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট সদর উপজেলার আহাম্মদ আলীর ছেলে।
মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর নামক স্থানে গত শুক্রবার(২১ এপ্রিল) দুপুরে এলেঙ্গা থেকে সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেলে টাঙ্গাইল আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে নিখিল চন্দ্র আর্য(৩৬) নামে মোটরসাইকেলের চালক নিহত হন। তিনি কালিহাতী উপজেলার হাতিয়া গ্রামের স্বর্গীয় অখিল চন্দ্র আর্যর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।