আবুল কালাম আজাদ: ঈদুল ফিতরের ছুটিতে টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলা থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। জানাগেছে, ঈদুল ফিতরের নামাজের পর টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামাল উদ্দিনকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করার পর হাসপাতালে তার মৃত্যু হয়।
ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে হত্যকান্ড ঘটেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অপরদিকে, মধুপুর উপজেলার গোলাবাড়ি ব্রিজের পূর্বপাশ থেকে রোববার(২৩ এপ্রিল) সকালে মনির হোসেন(১৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়রা গ্রামের রফিক মিয়ার ছেলে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুস্কৃতকারীরা মনিরকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে।