বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
Homeসারাবাংলাজানাজায় যাওয়ার সময় বাসচাপায় জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু

জানাজায় যাওয়ার সময় বাসচাপায় জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু

এএসটি সাকিল: ভোলায় আত্মীয়ের জানাজায় যাওয়ার সময় বাসচাপায় মোটরসাইকেল আরোহী জামাই-শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭এপ্রিল) সকাল ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বৈদ্যের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোঃ মনির শরীফ (৪৫) ও তাঁর মেয়ের জামাই মোঃ আজগর আলী (২৫)। তারা দুইজন ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজী জানান তারা দুইজন সকালের দিকে মোটরসাইকেল যোগে আত্মীয়ের জনাজায় অংশগ্রহণ করতে বের হন। বৈদ্যের পোল এলকায় ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক পাড় হওয়ার সময় মা-জাহান সাজমী সুপার নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে থাানায় নিয়ে যায়।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রেজাউল করিম রাজিব এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments