বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসুন্দরগঞ্জে জালিয়াত চক্রের বিরুদ্ধে মামলার নির্দেশ

সুন্দরগঞ্জে জালিয়াত চক্রের বিরুদ্ধে মামলার নির্দেশ

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ভূরারঘাট এমইউ বহুমূখী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার কতিপয় শিক্ষক জালিয়াতির প্রশ্রয় নেয়ায় চক্রটির বিরুদ্ধে প্রতিষ্ঠানের পক্ষ হতে থানায় মামলা দায়েরের নির্দেশক্রমে অনুরোধ করেছেন ঢাকাস্থ এনটিআরসিএ’র সহকারী পরিচালক (পমুপ্র) মোস্তফা আহমেদ।

জানা যায়, উক্ত প্রতিষ্ঠানের ৩ সহকারী শিক্ষক আতিকুর রহমান, নাজমা বেগম (সমাজ বিজ্ঞান) ও মোবাশ্বেরা মাহমুদা (মৌলভী) সনদ জালিয়াতির মাধ্যমে নির্বিঘেœ চাকরি করে সরকারি অংশের বেতন-ভাতাদি ভোগ করেন। এরই প্রেক্ষিতে তাদের সনদ যাচাই পূর্বক মামলার নির্দেশ প্রদান করেন সংম্লিষ্ট কর্তৃপক্ষ। যার সূত্র জেশিঅ.গাই/২০১৮/১৪৬২ ও জেশিঅ.গাই/২০১/১৪৫৭, তাং- ১১-১০-২০১৮। স্মারক নং- বেশিনিক/প.মু.প্র/সনদ যাচাই/৭৪৪ (অংশ-১৬)/২০১৭/৫২৯ তাং- ২৯ অক্টোবর ২০১৮ খ্রি.।

এছাড়া, উক্ত মাদ্রাসার ৫ জন শিক্ষকের স্থগিতকৃত এমপিও ছাড়করণের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দু’টি পৃথক জালপত্র তৈরি করে জালিয়াত চক্র অবৈধভাবে স্থগিতকৃত এমপিও চালু করতে চেয়েছিলেন মর্মে তদন্তক্রমে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনায়ণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন ঢাকাস্থ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) জিয়াউল হাসান। এনিয়ে রবিবার ১৪ মে দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর অঞ্চলের সহকারী পরিচালক বেলাল হোসেন তদন্ত কাজ শুরু করেন।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বেলাল হোসেন (রংপুর অঞ্চলের সহকারী পরিচালক) গণমাধ্যম কর্মীদেরকে জানান, তদন্ত কাজ চলমান থাকায় এখনই কিছু বলা যাচ্ছে না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments